খেলা

লজ্জা ভুলে বড় ইনিংসের পথে আফগানিস্তান

আগের টেস্টটা যত দ্রুত সম্ভবই বোধ হয় ভুলে যেতে চাইবেন আফগানিস্তানের ক্রিকেটাররা। সেটা ভুলতে যে তারা খুব বেশি সময় নেবেন না, তা টের পাওয়া গেল দ্বিতীয় টেস্টেই। আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দিনে দারুণ ব্যাটিং করেছে আসগর আফগানের দল। ৩ উইকেট হারিয়ে স্কোরকার্ডে যোগ করেছে ৩০৭ রান।

আবুধাবি স্টেডিয়ামে বুধবার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। শুরুটা অবশ্য ভালো হয়নি। মাত্র ৬ রানেই হারাতে হয় প্রথম উইকেট। ৩ বলে ৪ রান করে আউট হয়ে যান ওপেনার ওপেনার জাভেদ আহমেদি।

এরপর দলীয় ৫৬ রানে রান আউটে কাটা পড়েন রহমত শাহও। ৪৫ বল থেকে ২৩ রান করেন তিনি। এরপর ইবরাহিমের সঙ্গে মিলে ৬৫ রানের জুটি গড়েন হাশমাতুল্লাহ শাহিদি। এই দুইজনের জুটি ভাঙে বার্লের বলে ইবরাহিম সাজঘরে ফেরত গেলে।

৮ চারে ১৩০ বলে ৭২ রান করেন তিনি। সেঞ্চুরি করতে পারেননি শাহিদিও। ১২ চারে ২২৯ বলে ৮৬ রান করেন তিনি। তবে এই দুইজন ব্যর্থ হলেও সেঞ্চুরি তুলে নিয়েছেন আফগান অধিনায়ক আসগর। ১২ চার ও ২ ছক্কায় ১৩৫ বলে ১০৬ রান করে অপরাজিত আছেন তিনি। জিম্বাবুয়ের পক্ষে ৮ ওভারে ৩৪ রান দিয়ে এক উইকেট পেয়েছেন বার্ল।

Related Articles

Back to top button