তথ্যপ্রযুক্তিবাংলাদেশ

লিচুর গাছে ধরল আম

ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কোলনী পাড়ার আব্দুর রহমানের বাড়ির লিচু গাছে আমটি ধরেছে। সোমবার (১৯ এপ্রিল) বিকেলে সরেজমিনে লিচু গাছে আম দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, আব্দুর রহমানের বাড়ির আঙিনায় একটি লিচু গাছে ধরেছে আম। লিচু গাছের ডালে ১৭টি লিচুর সঙ্গে আমটি ঝুলছে।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, লিচু গাছে আম ধরেছে শুনে বিশ্বাস হয়নি। এরপর নিজের চোখে দেখে অবিশ্বাস করতে পারলাম না। অবিশ্বাস্য হলেও সত্য; লিচু গাছে আম ধরেছে।

আব্দুর রহমানের প্রতিবেশী আহসান হাবিব বলেন, লিচুর সঙ্গে একটি আম ধরেছে। বিষয়টি দেখে অবাক লাগছে। চোখে না দেখলে বিশ্বাসই হতো না, লিচু গাছে আম ধরেছে।

এরই মধ্যে লিচু গাছে আম ধরার একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে ছবি দেখে দিনাজপুর থেকে লিচু গাছটি দেখতে এসেছেন আরফান আলী।

তিনি বলেন, রোববার রাতে ফেসবুকে দেখেছি লিচু গাছে আম ধরেছে। বিষয়টি নিয়ে কৌতূহল জাগে। তাই বন্ধুদের নিয়ে আজ দেখতে এলাম। দেখে সত্যি অবাক হলাম।

আব্দুর রহমান বলেন, ছয় বছর আগে আমার জামাই পঞ্চগড় থেকে লিচু গাছের চারাটি নিয়ে আসে। এরপর বাড়ির আঙিনায় চারাটি লাগাই। প্রায় তিন বছর ধরে গাছটিতে লিচু ধরে। কখনো এমন হয়নি। প্রথমবার ভিন্ন দৃশ্য দেখা গেল।

তিনি আরও বলেন, শনিবার সকালে আমার নাতি এসে বলে নানা লিচু গাছে আম ধরেছে। বিষয়টি প্রথমে শুনে হেসেছি। কিন্তু যখন সে আমাকে গাছের কাছে নিয়ে গেল তখন দেখে অবাক হলাম। লিচু গাছের ডালে ১৭টি লিচুর মাঝে একটি আম ঝুলে আছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আবু হোসেন বলেন, ইতোমধ্যে আমরা লিচু গাছটি পরিদর্শনে গেছি। লিচু গাছে আম কখনো ধরে না। এরপরও লিচু গাছটিতে একটি আম ধরেছে। যেহেতু এমন ঘটনা দেশে প্রথম; তাই বিষয়টি পর্যবেক্ষণে রেখেছি। কিছুদিন পর আসল বিষয়টি বোঝা যাবে। ঢাকা পোস্ট

Related Articles

Back to top button