শাকিবের চেয়ে ভালো ইংরেজি জানে আব্রাম!
কিছুদিন আগেই ফেসবুকে একটি ভিডিওতে দেখা যায় একটি কবিতা বলছেন ছোট্ট জয়। এবার জয়কে দেখা গেল ইংরেজিতে কথা বলতে। আব্রাম খান জয় নামের ফেসবুকে পেজ থেকে ২ ফেব্রুয়ারি প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায় একটি খেলনা খেলতে খেলতে ইংরেজিতে কথা বলছেন জয়। ধারণা করা হচ্ছে তাঁর বইয়ের কোনো ইংরেজি ছড়াও পড়তে পারে জয়।
১ মিনিট ৫ সেকেন্ডের ভিডিওটি যে শাকিব-অপুর ভক্তরা দারুণ এনজয় করছেন তা টের পাওয়া যায় ওই ভিডিওর কমেন্ট বক্সে গেলেই। অনেকেই কমেন্ট করে জয়ের প্রশংসা করেছেন। জানিয়েছেন শুভ কামনা। একজন তো আগ বাড়িয়ে লিখেছেন, ‘শাকিবের চেয়ে ওর ছেলে ভালো ইংরেজি জানে’।
এরইমধ্যে ভিডিওটি দেখা হয়েছে ৬ লাখ ৬০ হাজারের বেশি বার! লাইক দিয়েছেন ৫৪ হাজারেরও বেশি মানুষ। কমেন্ট-শেয়ারও পড়েছে অনেক।
ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান-অপু বিশ্বাসের প্রেম-বিয়ে নিয়ে ভক্তদের ছিল নানান কৌতূহল। অবশেষে ২০১৭ সালের ১০ এপ্রিলে একটি টিভি চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন অপু বিশ্বাস।
সে সময় অপু জানান, ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খানের সঙ্গে তাঁর গোপনে বিয়ে হয়েছে। এরপরই দুজনের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। পরিস্থিতি এমন গোলাটে আকার ধারণ করে যে একে অন্যের মুখ দেখাদেখিও বন্ধ করে দেন। তারই জের ধরে সে বছরের (২০১৭) ২২ নভেম্বর আইনজীবীর মাধ্যমে অপুর কাছে তালাকের নোটিশ পাঠান শাকিব। ভেঙে যায় দুজনের সাজানো সংসার। তবে দুজনকে এখনো মাঝে মাঝে এক করে দেয় জয়!