শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এর কাজ কি
![](https://chandpurdak.com/wp-content/uploads/2024/11/শিক্ষানবিশ-কেন্দ্র-ব্যবস্থাপক-এর-কাজ-কি.jpg)
শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এর কাজ কি: প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন । আজকের আলোচনার বিষয়টি হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এর কাজ কি আশা করি এই পোস্টের মাধ্যমে আপনার উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, তাই মনোযোগ দিয়ে পুরো লেখাটি পড়ুন!
এক নজরে দেখে নিন
শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক
ব্যবস্থাপনা শব্দটি হল ইংরেজি “Management” শব্দের প্রতিশব্দ। ইংরেজি “Management” শব্দটির সমার্থক শব্দ হিসেবে গণ্য করা হয়- “to Handle” অর্থাৎ, চালনা করা বা পরিচালনা করা। মূলত ইংরেজি শব্দটি অভি অধিকাংশ বিশেষজ্ঞের মতে ল্যাটিন বা ইতালিয় “Maneggiare” শব্দ থেকে এসেছে। যার অর্থ হলো “To trained up the horses” অর্থাৎ, অশ্বকে প্রশিক্ষিত করে তোলা বা পরিচালনার উপযোগী করে তোলা।
শিক্ষানবিশ হচ্ছে যখন আপনি তাই ভাবে ঐ পোস্টে চাকরি করছেন না বরং ঐ পোস্টে চাকরি করতে হলে কাজগুলো কিভাবে করতে হয় তা শিখছেন। তাই এক্ষেত্রে বলাই যায় শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের কাজ হচ্ছে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্ব কিভাবে পালন করা হয় সেই বিষয়ে পরিষ্কার ধারণা নেওয়া।
শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এর কাজ কি
বিভিন্ন এনজিও তে আপনাদের উদ্দেশ্যে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে এবং আপনারা ভেবে থাকেন এই পদের আসলে কাজ কি। আপনি যদি শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে অংশগ্রহণ করতে পারেন তাহলে খাঁটি বাংলায় এটাকে বলা হবে আপনি কিস্তি আদায়ের চাকরিতে যোগদান করতে পারবেন। অর্থাৎ ক্ষুদ্র ঋণ প্রোগ্রামে আপনাকে অংশগ্রহণ করতে হবে এবং এখানে আপনাকে গ্রাম পর্যায়ে থেকে শুরু করে মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা রাখতে হবে। অর্থাৎ গ্রামের বসবাসরত অথবা বিভিন্ন স্থানের বসবাসরত মানুষদের ভেতরে আপনাকে এমন কিছু ব্যাক্তি নির্বাচন করতে হবে যারা আসলে ঋণ গ্রহণে আগ্রহী রয়েছেন।
যে কাজ গুলির প্রতি একজন (শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এর কাজ কি) খেয়াল রাখতে হয় সেগুলো হলো:-
- কার্য বিভাজন
- কৃতিত্ব ও দায়িত্ব সমতা
- নিয়মানুবর্তিতা
- আদেশের ঐক্য
- সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগ
- পারিশ্রমিক
- কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ
- নির্দেশনার ঐক্য
- জোড়া-মই-শিকল
- শৃঙ্খলা
- সাম্যতা
- চাকরির স্থায়িত
- উদ্যোগ
- একতাই বল
কেন্দ্র ব্যবস্থাপক এর কাজ কি
- একজন ব্যবস্থাপকের মূল কাজ হচ্ছে কোন প্রতিষ্ঠানকে সঠিকভাবে পরিচালনা করা, বিশেষ করে যিনি ঐ প্রতিষ্ঠানের যে কেন্দ্রের দায়িত্ব রয়েছেন। একটি প্রতিষ্ঠান পরিচালনার জন্য নানান ধরনের গুন প্রয়োজন।
- একজন ব্যবস্থাপক হয়ে থাকে সাধারণত বন্ধুসুলভ। যার কাছে কর্মীরা সকল ধরনের সমস্যা এবং সকল ধরনের মতামত প্রশ্ন করতে পারবে।
- একটি প্রতিষ্ঠান পরিচালনার জন্য একজন ব্যবস্থাপকের হতে হবে দক্ষ এবং বুদ্ধিমান। কেননা একটি প্রতিষ্ঠান নানান ঝুঁকি পার করে তারপর সাফল্যের দিকে এগিয়ে যায়।
- যেকোনো সময় একটি প্রতিষ্ঠানের নানা ধরনের সমস্যা হতে পারে।
- এ সকল সমস্যা সমাধান করবার জন্য একজন ব্যবস্থা করতে হয় চতুর এবং অভিজ্ঞ।
- একটি প্রতিষ্ঠানে অনেক কর্মী নিয়োজিত থাকে।
- সেখানে একেক জনের মতামত একেক ধরনের হয়ে থাকে।
- সেসকল মতামতের গুরুত্ব দেওয়া একজন ব্যবস্থাপকের পক্ষে সম্ভব নয়।
- তবে প্রত্যেকের মতামত নিয়ে যেটি ভালো সেদিকে কাজ করা একজন ভাল ব্যবস্থাপকের বৈশিষ্ট্য।
ব্যাংকিং খাতে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এর কাজ কি
ছোট বড় সকল খাতে এবং সকল প্রতিষ্ঠান ব্যবস্থাপক রয়েছেন। তবে ব্যাংকিং খাতে যে ব্যবস্থাপক কাজ করে থাকেন তাদের ব্যবস্থাপনা নীতি একটু ভিন্ন।
একজন ব্যাংক ব্যবস্থাপক অন্যান্য প্রতিষ্ঠান ব্যবস্থাপকের মত কাজ করেন না। তার কর্ম ক্ষেত্রে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক ভিন্নতা রয়েছে। যদিও ব্যাংকিং ব্যবস্থাপনা ক্ষেত্রেও হেনরি ফেয়ল প্রদত ১৪ টি ব্যবস্থাপনা নীতি অনুসরণ করা হয়।
আরও পড়ুন: পেটের চর্বি কমানোর উপায়
আপনি যদি এ ধরনের তথ্যমূলক পোস্ট জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনার একটি মন্তব্য আমাদের অনেক উৎসাহ দেয়। আশা করি আপনারা আজকের পোস্ট: শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এর কাজ কি পড়ে পুরো বিষয়টি জানতে ও বুঝতে পেরেছেন। ধন্যবাদ আমাদের ওয়েবসাইটি ভিজিট করার জন্য!