খেলা
শেষ ওভারে রোমাঞ্চকর জয় বাংলাদেশ ইমার্জিং দলের
একমাত্র চারদিনের ম্যাচে সফরকারী আয়ারল্যান্ড উলভসকে ইনিংস ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ ইমার্জিং দল বা হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিট। এরপর দুই দল মুখোমুখি হয়েছে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে। সেখানে করোনার কারণে পরিত্যক্ত হয়েছে প্রথম ম্যাচ। চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচে আজ রোববার আগে ব্যাট করে বাংলাদেশ এইচপি দলকে ২৬৪ রানের লক্ষ্য দেয় আইরিশরা। রোমাঞ্চকর ম্যাচে ২ বল হাতে রেখে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।
টার্গেট টপকাতে নেমে অর্ধশতকের দেখা পেয়েছেন বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দুই সদস্য মাহমুদুল হাসান জয় ও শামীম পাটোয়ারী। জয়ের ব্যাট থেকে আসে ৬৬ রান। ৩৯ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন শামীম। এছাড়াও ব্যাট হাতে রান পেয়েছেন অধিনায়ক সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও তৌহিদ হৃদয়।