শ্রীলেখা মিত্র পালাতে চান
শ্রীলেখা দীনেশ জি গোপালনের একটি পোস্ট ফেসবুকে শেয়ার করেন। যেখানে লেখা, ‘লালকেল্লার বাইরে বিক্ষোভরত কৃষকদের উপর দিল্লি পুলিশের লাঠিচার্জ। এই পোস্ট যদি আপনাকে নাড়িয়ে না দেয় তাহলে কিছু একটা সমস্যা রয়েছে। প্রত্যেক পদক্ষেপে কৃষকদের পাশে আছি আমি।’
শ্রীলেখার এই পোস্টে অনেকেই হাসির প্রতিক্রিয়া জানিয়েছেন। তাতেই ক্ষেপেছেন এই টলিউড তারকা। তিনি পোস্টে মন্তব্য করে লেখেন, ‘এটা দেখেও কয়েকজনের হাসি পেল, আর এরা রক্ষা করবে দেশকে! অনেক আগেই বলেছিলাম রাজ্য আর এই দেশ ছেড়ে পালাতে চাই।’
শ্রীলেখার মন্তব্যের প্রেক্ষিতে সৌরভ গোস্বামী নামে একজন লেখেন, ‘যাঁরা হাসির ইমোজি দিয়েছেন সকলেই হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। কিছুদিন আগেও লালকেল্লা মুঘল আক্রমণের চিহ্ন। এবার তা জাতীয় গর্ব হয়ে গিয়েছে।’
শ্রীলেখা বরাবরই বামপন্থী রাজনীতির সমর্থক। নিজেই সে কথা একাধিকবার বলেছেন। পারিপার্শিক অবস্থা ও দেশ নিয়ে সামাজিক মাধ্যমে নিজের মন্তব্য প্রায় প্রকাশ করেন। যদিও এ নিয়ে তাকে বিতর্কের তোপে পড়তে হয়েছে অনেকবার। তবে সেটি পাশ কাটিয়ে নিজের জায়গায় অটল থেকেছেন।
উল্লেখ্য, শ্রীলেখা বর্তমানে ‘বিটার হাফ’-এর শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এছাড়া সম্প্রতি শেষ করলেন ‘দ্য ইনসাইড জব’ ওয়েব সিরিজের কাজ। এটি পরিচালনা করেছেন শিলাদিত্য মৌলিক। সাইবার ক্রাইমের প্রেক্ষাপট নিয়ে সাজানো হয়েছে সিরিজের গল্প।