বিনোদন

সমালোচনার মুখে লতাও

কয়েকদিন ধরেই ভারত জুড়ে চলছে কৃষক আন্দোলন। এ নিয়ে সরগরম সামাজিক মাধ্যমও। বিষয়টি নিয়ে মুখ মুখে অনেকেই পড়েছেন সমালোচনার কবেলে। এবার সমালোচনা মুখে পড়লেন উপমহাদেশের প্রখ্যাত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।

ঘটনার সূত্রপাত মূলত কৃষক আন্দোলন নিয়ে করা লতার একটি টুইট থেকে। ভারতকে ঐক্যবদ্ধ থাকার কথা মনে করিয়ে দিয়ে সেই টুইটে লতা লেখেন, ‘ভারত এক অপূর্ব দেশ। আমরা ভারতীয়রা মাথা উঁচু করে চলি। একজন গর্বিত ভারতবাসী হিসেবে আমার পূর্ণ বিশ্বাস, দেশের যেকোনো সমস‌্যা ও ইস্যুর সমাধান আমরা নিজেরাই করতে পারব দেশের মানুষের স্বার্থ মাথায় রেখে। ’

লতার এই টুইট শেয়ার করে পক্ষে-বিপক্ষে অনেকেই রিটুইট করেন। একের পর এক নেতিবাচক মন্তব্যও ধেয়ে আসে গায়িকার দিকে। কেউ কেউ রসিকতাও করেন। কেউ লিখেছেন, লতা দিদিকে কষ্ট করে টাইপও করতে হয়নি। যা বড় ভাই পাঠিয়েছিল, তাই কপি করে দিয়েছেন।

লতার আগে কৃষক আন্দোলন নিয়ে কথা বলেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবি শাস্ত্রী, অক্ষয় কুমার, অজয় দেবগণ, সুনীল শেঠি, করণ জোহরদের মতো প্রথম সারির অনেক তারকা। যদিও সাধারণত স্পর্শকাতর বিষয় নিয়ে তাদের সম্পৃক্ত হতে দেখা যায় না।

কৃষক আন্দোলনের মধ্যে খালিস্তানপন্থীদের অনুপ্রবেশ নিয়ে মুখ খোলেন বরাবরই বিভিন্ন ইস্যুতে সোচ্চার অভিনেত্রী কঙ্গনা রানওয়াত। অভিনেত্রী স্বরা ভাস্কর, তাপসী পান্নুদের মতো অনেকেই তীব্র সমালোচনা করেন কঙ্গনার অবস্থানের। ক্রিকেটার রোহিত শর্মাকে আক্রমণ করে দেওয়া কঙ্গনার একটি পোস্ট তো মুছে দিয়েছে স্বয়ং টুইটার।

পপ গায়িকা রিহানা, পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ ও সাবেক পর্ন তারকা মিয়া খলিফার মতো আন্তর্জাতিক অঙ্গনের তারকাও ভারতের কৃষক আন্দোলনের সমর্থনে মুখ খোলেন। যা নিয়ে ভারতের তারকারাও দেখান নানা পতিক্রিয়া।

Related Articles

Back to top button