সাকিবের পর দ্বিতীয় টেস্টে নেই সাদমানও
উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট হেরে এমনিতেই খাদের কিনারে বাংলাদেশ। এর উপর সাকিব আল হাসানের ছিটকে যাওয়া নিশ্চিত হয়েছিল গত মঙ্গলবার। এরপর দ্বিতীয় টেস্টের আগে আরও এক দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। চোট ছিটকে দিয়েছে সাদমান ইসলামকেও।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে দারুণ এক অর্ধশতক হাঁকান সাদমান। এরপর উইন্ডিজের দ্বিতীয় ও ম্যাচের চতুর্থ ইনিংসে ফিল্ডিংয়ের সময় বাঁধে বিপত্তি। ফিল্ডিংয়ের সময় বাজেভাবে পিছলে পড়েন তিনি, ব্যথা পান নিতম্বে। যদিও এরপর থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন তিনি, তবু সতর্কতাবশত তাকে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেয়ার পরামর্শ দিয়েছে বিসিবির মেডিক্যাল দল।
এর আগে চট্টগ্রাম টেস্টে উইন্ডিজের প্রথম ইনিংসে বোলিংয়ের সময় পায়ের মাংসপেশিতে চোট পান সাকিব। এরপর থেকেই আছেন মাঠের বাইরে। ছিটকে গেছেন দ্বিতীয় টেস্ট থেকেও। ইতোমধ্যেই জৈব সুরক্ষা বলয় থেকে বেরিয়ে গেছেন তিনি।
এদিকে সাকিব আল হাসানের বদলি হিসেবে সৌম্য সরকারকে দলে ডাকার কথা মঙ্গলবারই ঘোষণা করেছে বিসিবি। তবে জৈব-সুরক্ষা বলয় ভেঙে অলরাউন্ডারের বদলি হিসেবে কেন একজন ব্যাটসম্যানকে দলে ঢোকানো হয়েছে, তা নিয়ে কানাকানি ছিল বেশ। সাদমানের চোটে পরিষ্কার হয়েছে সে কারণটাও। আরও কোনো দুঃসংবাদ না এলে সৌম্যই হতে যাচ্ছেন দ্বিতীয় টেস্টে তামিম ইকবালের সঙ্গী।
সিরিজের প্রথম টেস্টে অনাকাঙ্ক্ষিত হারের কারণে সিরিজ জেতা হচ্ছে না আর। বরং সিরিজ বাঁচানো নিয়েই চিন্তিত অধিনায়ক মুমিনুল হকের দল। সে লক্ষ্যেই আগামীকাল বৃহস্পতিবার সফরকারী উইন্ডিজের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।