সানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
অর্থ জালিয়াতির অভিযোগ উঠেছে সানি লিওনের বিরুদ্ধে। ২০১৯ সালে এক অনুষ্ঠানে আসার জন্য ২৯ লাখ টাকা নিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত হাজির হতে পারেননি। এমনকি সেই অর্থ ফিরিয়েও দেননি তিনি।
আর শিয়াস নামে এক ব্যক্তি কেরালার পুলিশ প্রধানের কাছে এই অভিযোগ দায়ের করেন। এই মুহূর্তে সেখানে শুটিংয়ে রয়েছেন সানি। জালিয়াতির অভিযোগে তার বয়ান রেকর্ড করেন ক্রাইম ব্রাঞ্চে।
সানি লিওন জানিয়েছেন, পাঁচবার অনুষ্ঠানের দিনক্ষণ পরিবর্তন হয়েছিল। এতে তার অন্যান্য কাজের সঙ্গে সমস্যা হচ্ছিল। তাই অনুষ্ঠানের জন্য নতুন তারিখ ঠিক করা সম্ভব হয়নি সানির। এছাড়া মাঝে ছিল করোনা। সেজন্য দীর্ঘদিন দেশেও ছিলেন না তিনি।
টাকা লেনদেনের প্রমাণও পাওয়া গেছে। দুপক্ষের হোয়্যাটসঅ্যাপ চ্যাট হাতে পায় ক্রাইম ব্র্যাঞ্চ। সেখানে অন্যান্য শিল্পীদের সঙ্গেও যোগাযোগের তথ্য রয়েছে। তাদের সবার সঙ্গে কথা বলবে ক্রাইম ব্রাঞ্চ। তারাও সানির মত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে কিনা, তা বের করা হবে।
ক্রাইম ব্রাঞ্চ থেকে জানানো হয়, চুক্তির শর্ত অনুযায়ী দিনক্ষণ পরিবর্তিত হলেও সানি অনুষ্ঠানে যোগ দিতে বাধ্য হবেন। ক্রাইম ব্রাঞ্চের তদন্ত শেষে সেই নির্দেশনা দেওয়া হবে।
উল্লেখ্য, সানি লিওন বর্তমান ‘স্প্লিটভিলা’ রিয়্যালিটি শোয়ের শুটিংয়ে ব্যস্ত আছেন। এবছর মুক্তির অপেক্ষায় রয়েছে তার ৪টি সিনেমা।