বিনোদন

সানি লিওনের ভিডিও খবর দেখুন – Sunny Leone Video News

সানি লিওনের ভিডিও খবর নিয়ে অনেক কৌতুহল। সম্প্রতি কোটেশন গ্যাং নামের এক ছবিতে অভিনয়ের সময় আহত হয়েছেন সানি লিওন।

তারই ভিডিও নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেছেন। সানি লিওনের ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়েছে চারদিকে।

এই আঘাতের কথা সব অনুসারিদের সঙ্গে ভাগ করে নেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন- আমার টিম আমায় আমায় বেশি ভয় পাইয়ে দেয়।

 

View this post on Instagram

 

A post shared by Sunny Leone (@sunnyleone)

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অভিনেত্রীর তামিল ছবি ওহ মাই ঘোস্ট। সেখানে তাঁকে রানি মায়াসেনার চরিত্রে দেখা গিয়েছে। তিনি তাঁর অভিনয় এবং চরিত্র দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন।

এই ছবির পর তিনি তাঁর নতুন প্রজেক্ট কোটেশন গ্যাং-এর কাজ শুরু করে দিয়েছিলেন। আর সেখানেই এই বিপদ হয় তাঁর।

সানি লিওনের পা কেটে গেছে। শ্যুটিং করতে গিয়ে পায়ের অনেকটাই কেটে যায় অভিনেত্রীর। শুধু কেটে যায় এমনটাই নয়, রীতিমত রক্ত বেরোতে থাকে। তিনি সেটার একটা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

অভিনেত্রীর পোস্ট করা ভিডিওতে তাকে তার কস্টিউমে দেখা যায়। তার পুরো টিম তাকে নিয়ে এই অবস্থায় ব্যস্ত হয়ে পড়ে এবং সাহায্য করতে ছুটে আসে। তাঁরা এই ক্ষতটার একটা প্রাথমিক ড্রেসিং করিয়ে দেন।

Related Articles

Back to top button