দুর্গাপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে এ বছরই একাদশ শ্রেনী ভর্তি কার্যক্রম চালু হচ্ছে।
গত বৃহস্পতিবার কুমিল্লা শিক্ষা বোর্ড কলেজ পরিদর্শক মোঃ জহিরুল ইসলাম পাটওয়ারীর দূর্গাপুর স্কুলে কলেজ অনুমোদন এর উপযুক্ততা যাচাই করতে আসেন, তিনি বিদ্যালয়ের পরিবেশ, অবকাঠামো সকল দিক পর্যবেক্ষণ করে বিদ্যালয় কর্তৃপক্ষ কে চলতি বছর হতে ভর্তি শুরু করে পাঠদানের প্রস্তুতি নেয়ার নির্দেশনা প্রদান করেন।
হাইমচর উপজেলা পরিষদ ২ বারের নির্বাচিত চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নূর হোসেন পাটওয়ারী জানান এলাকার শিক্ষার্থীদের চাহিদার ভিত্তিতে দূর্গাপুর উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করার লক্ষ্যে পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক মাননীয় শিক্ষা মন্ত্রী ডা দীপু মনি এমপি মহোদয়ের সুপারিশ নিয়ে কার্যক্রম এগিয়ে চলছে ইনশাআল্লাহ এ বছরই ভর্তি কাজ শুরু হবে।
কলেজ পরিদর্শক জহিরুল ইসলাম পাটওয়ারী পাটওয়ারী কলেজ কারার জন্য সকল কিছুই এখানে রয়েছে, তাই কর্তৃপক্ষ চাইলে এ বছরই চালু করতে পারবে।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য সাবেক চেয়ারম্যান এম এ বাশার, প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিনসহ অভিভাবক সদস্য ও শিক্ষক বৃন্দ।