চাঁদপুরে অটোরিক্সা চালকের মৃতদেহ উদ্ধার

মুহাম্মদ বাদশা ভূঁইয়া।। চাঁদপুরে ব্যাটারি চালিত অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর মডেল ইউনিয়নের ২নং ওয়ার্ড রঘুনাথপুরে ইয়াকুব বেপারী বাড়ির সামনের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দুলাল হাওলাদার (৬৫) ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মৃত আবদুর রশিদ হাওলাদারের ছেলে।

দুলালের স্ত্রী, চার মেয়ে এক ছেলে নিয়ে চাঁদপুর শহরের দীর্ঘদিন যাবত ভাড়া বাসায় বসবাস করতো।

পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তরা রিকশা চালক দুলালের মাথায় আঘাত করে খালে মরদেহ রেখে ব্যাটারি চালিত রিকশাটি নিয়ে পালিয়ে যায়।

দুলালের স্ত্রী কোহিনুর জানান, স্বামী দুলাল হাওলাদার রাতে বেলায় রিক্সা চালিয়ে দিনে সকাল ১০ টা থেকে ১১ টার মধ্যে বাসায় ফিরতেন।

চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত বলেন, মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত সনাক্ত করে গ্রেফতার করার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Related posts

Leave a Comment