চাঁদপুর লঞ্চঘাটে গাঁজা সহ আটক-১

চাঁদপুর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে কোস্টগার্ড প্রায় সাড়ে ৬ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে চাঁদপুর কোস্ট গার্ড স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট মোঃ ফজলুল হক এর নেতৃত্বে লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে লঞ্চঘাট পল্টুনে এক ব্যক্তির চলাফেরা সন্দেহজনক হলে উক্ত ব্যক্তিকে তল্লাশি করা হয়। তল্লাশিতে সন্দেহভাজন ব্যক্তির একটি বাজারের ব্যাগ থেকে ৭টি প্যাকেটে ৬ কেজি ৪শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটককৃত ব্যক্তি মোঃ আব্দুল কাইয়ুম (১৯) কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন দক্ষিণ হিমতপুর গ্রামের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জব্দকৃত গাঁজা কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে চাঁদপুর হয়ে লঞ্চযোগে বরিশাল নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত গাঁজা ও আটক ব্যক্তিকে চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি শনিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।

Related posts

Leave a Comment