ঢাকায় পুলিশের অভিযান আটক ৫০

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয় ৫০ জনকে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মাদক।২১ সেপ্টেম্বর সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৩ হাজার ৯৩৫ পিস ইয়াবা, সাড়ে ৮ গ্রাম হেরোইন, ৪৩ কেজি ৫৬৫ গ্রাম গাঁজা, ২ বোতল ফেনসিডিল ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

Related posts

Leave a Comment