দখলমুক্ত হলো সেই বিদ্যালয়ের শ্রেণিকক্ষ

ডেস্ক রিপোর্টঃ

যুবলীগ নেতার দখলে থাকা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ সিন্দুর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই শ্রেণিকক্ষটি দখলমুক্ত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন। বুধবার ও বৃহস্পতিবার ওই শ্রেণিকক্ষের দরজা ভেঙে কক্ষটি দখলমুক্ত করা হয়। এ সময় ওই শ্রেণিকক্ষে থাকা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হামিদ সরকার হামিদুলের মালামাল অন্যত্রে সরিয়ে নেয় তার লোকজন।

জানা গেছে, দক্ষিণ সিন্দুর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনে তিনটি শ্রেণিকক্ষে ভাগ করে পাঠদান করে আসছেন শিক্ষকরা। ২০১৮-১৯ অর্থবছরে ৬৯ লাখ টাকা ব্যয়ে সেখানে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়। দীর্ঘ চার বছরে নিমার্ণ কাজ শেষ না করে উল্টো পুরাতন ভবনের একটি শ্রেণিকক্ষ দখল করে মালামাল রাখেন ঠিকাদার ও উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হামিদ সরকার হামিদুল। ফলে এক শ্রেণিকক্ষেই একসঙ্গে চলছিল তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠদান।

একটি কক্ষে একসঙ্গে তিন শ্রেণির ক্লাস নেওয়া হচ্ছিল। শিশু শ্রেণির ক্লাস হচ্ছিল কখনো বারান্দায়, কখনো মাঠে খোলা আকাশের নিচে। এ নিয়ে বিভিন্ন গণমাধমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন বলেন, বিষয়টি জানা মাত্রই আমি এলজিইডি ও শিক্ষা বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। দ্রুত সময়ের মধ্যে কীভাবে নতুন ভবনটির কাজ শেষ করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এলজিইডিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment