মুহাম্মদ বাদশা ভূঁইয়া।। পাকিস্তানে জশনে জুলুসে বোমা হামলার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাতসেনা মানববন্ধন করেছেন।
শনিবার ৩০ সেপ্টেম্বর বিকেল শপথ চত্বরে বাইতুল আমিন জামে মসজিদের সামনে পাকিস্তানে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা:) অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলার প্রতিবাদে বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা চাঁদপুর জেলার আয়োজনে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা চাঁদপুর জেলার সভাপতি ছাত্রনেতা নুরে আলম ফরাজির সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মোঃ সাইফুদ্দিন সোহরাওয়ার্দী।
বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা চাঁদপুর জেলার অর্থ সম্পাদক দেওয়ান মোঃ সাইফুদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছাত্রসেনা কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোঃ ইমাম হোসাইন রেজা,জেলা যুবসেনার সাধারণ সম্পাদক যুবনেতা নবাব খাঁন।
বক্তারা বলেন, জঙ্গিদের নিজস্ব কোন ধর্ম নেই।তাঁরা ইসলামের অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে । জঙ্গিরা দেশ,ধর্ম ও সমাজের শত্রু। এদেরকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য পাকিস্তান সরকারের কাছে আহ্বান জানান এবং নৃশংস এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন । বক্তারা বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাংলাদেশে শতকরা ৮০ ভাগ মানুষ ইসলাম ধর্মের অনুসারী। তাই মাননীয় সরকারে উচিত এদেশের মুসলিম জনতার পক্ষ থেকে নৃশংস ঘটনার প্রতিবাদ এবং পাকিস্তান সরকারকে এই নৃশংস হামলার জবাবদিহিতা করার জন্য জাতিসংঘকে তলব করার আহ্বান জানান।
উল্লেখ্য, ১২ ই রবিউল আউয়াল হযরত মোহাম্মদ মোস্তফা দঃ এর জন্মদিন উদযাপনকালে পাকিস্তানে একদল জঙ্গি গোষ্ঠী কতৃক আত্মঘাতী বোমা হামলা চালায়। সেই ঘটনায় ৫২ জনের প্রানহানি ঘটে।