ফরিদগঞ্জ লেখক ফোরামের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

নানান চড়াই উৎরাই পার করে লেখক ফোরাম পদার্পণ করল ১৮ বছরে। ২২ অক্টোবর শনিবারে লেখক ফোরাম পালন করে ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। আবৃত্তি প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, শিক্ষা উপকরণ, পুরস্কার প্রদান, আলোচনা , সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেক কাটার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সুন্দর সমাপ্তি ঘটে।

দিনের শুরুতে প্রথম পর্বে কবিতা আবৃত্তি প্রতিযোগিতার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। উপজেলা সদরের নির্বাচিত ৭টি প্রতিষ্ঠানের ৪০ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

ফরিদগঞ্জ লেখক ফোরাম কার্যালয়ে বিকাল ৪টায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। কাওসার আহমেদের সভাপতিত্বে, নূরুল ইসলাম ফরহাদ ও তারেক রহমান তারুর যৌথ সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হোসাইন মোহাম্মদ বেলাল।

১৭তম উদ্যাপন কমিটির আহ্বায়ক দন্ত্যন ইসলাম’র স্বাগত বক্তব্যের পর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন কালিরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সংগঠনের সিনিয়র সদস্য পল্লবী কর্মকার তিথি, সাবেক সাধারণ সম্পাদক মহসিন হাসান শুভ্র, সাবেক সভাপতি ফাতেমা আক্তার শিল্পী, কবি হাসানুজ্জামান, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শান্ত, ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন মনির, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, ফরিদগঞ্জ লেখক ফোরামের উপদেষ্টা মোস্তফা কামাল মুকুল, সাহিত্য মঞ্চ চাঁদপুরের সভাপতি মাইনুল ইসলাম মানিক, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন ও বীর মুক্তিযোদ্ধা মো. আলী।

এ সময় বক্তারা বলেন, ‘একটি সাহিত্য সংগঠন সুদীর্ঘ ১৭ বছর ধরে রাখা অনেক কঠিন কাজ। বিশেষ করে এই অসহিষ্ণু, নীতি-নৈতিকতাবর্জিত, লোভ-লালসা, ব্যক্তিস্বার্থ ও অস্থির এবং অসুস্থ প্রতিযোগিতাময় সমাজে যা একেবারেই কঠিন একটি কাজ। ভিতর এবং বাহিরের শত আঘাত সহ্য করে সংগঠনটি এগিয়ে যাচ্ছে আপন গতিতে। সেবা আর কাজ আপাতদৃষ্টিতে একই মনে হলেও বিষয়টি কিন্তু এক নয়। কাজের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠান মানুষের হৃদয়ে বেঁচে থাকে যুগের পর যুগ। লেখক ফোরাম নীরব-নিভৃতে সেই কাজটিই করে যাচ্ছে।’

অতিথিদের বক্তব্যের মাঝে-মাঝে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়। ‘ক’ বিভাগে ১ম স্থান অর্জন করে মাতৃছায়া কিন্ডারগার্টেনের কাজী আফসারা ইমাম, ২য় হয়েছে আদর্শ একাডেমির সাবেরা আক্তার আনিশা ও ৩য় হয়েছে ইকরা মডেল মাদ্রাসার নূরে জান্নাত মিমি। ‘খ’ বিভাগে ১ম হয়েছে আদর্শ একাডেমির ফাইরুজ সুবাহ তাথৈ, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের শামিম শেখ ও কে. আর আইডিয়াল স্কুলের হাফসা আক্তার জুঁই। এছাড়াও অনুষ্ঠানে কয়েকজন অসহায় শিক্ষার্থীকে এক বছরের শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

মোঃশরিফ হোসেন, নিজস্ব প্রতিনিধি

Related posts

Leave a Comment