বাঁচতে চায় ফরিদগঞ্জের অসহায় লক্ষন চন্দ্র দাস প্রয়োজন আর্থিক সহায়তা

মোঃশরিফ হোসেন,নিজস্ব প্রতিনিধিঃ

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের হতদরিদ্র অসহায় বিটা মাটিহীন লক্ষণ দাস দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে চিকিৎসার খরচ যোগাতে ব্যর্থ হয়ে সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন।

দীর্ঘদিন যাবত অসুস্থ থাকার পর সে গত কয়েক দিন পূর্বে স্ট্রোক করেন বলে জানা গেছে, ইতোমধ্যে তাঁর একটি অপারেশন করা হয়েছে।এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে জীবন মরণের সন্ধিক্ষণে দাড়িয়ে আছে। বাঁচার জন্য চিকিৎসা করাতে গিয়ে সহায় সম্বল হারিয়ে বর্তমানে নিঃস্ব হয়েছে বিটা মাটিহীন লক্ষন চন্দ্র দাসের পরিবার

অসহায় লক্ষণ দাসের চিকিৎসা ক্ষেত্রে প্রায় অনেক টাকার দরকার পরিবারের পক্ষে অসাধ্য কিন্তু চিকিৎসার এই বিশাল টাকা যোগাড় করা সম্ভব নয়। পরিবারে আয়ের উপার্জনক্ষম বলতে কেউ নেই। লক্ষণ দাসের দুই ছেলে তিন মেয়ে তিনও মেয়েকেই তিনি কৃষি কাজ করে বিবাহ দেন। আর দুই ছেলে সেলুনে কাজ করতেন এরই মধ্যে এক ছেলে বিজয় দাস সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে যায়,তার চিকিৎসা ক্ষেত্রেও অনেক টাকা লেগে যায় তাই এসব চিকিৎসা হিমশিম খাচ্ছে বলে জানিয়েছেন তারা এমনও তো অবস্থায় কি করবে বুঝতে পারছে না পরিবাটি!

লক্ষণ দাস জানান, আমি বাঁচতে চাই। আমার পরিবারকে বাঁচান। আমি সকলের সাহায্য চাই। সমাজে যারা বিত্তবান তারা এগিয়ে আসলে আমার পরিবারের অনেক উপকার হবে। তাই সমাজের উচ্চবিত্তদের কাছে আকুল আবেদন অসহায় এই পরিবারের জন্য এগিয়ে আসুন। মানবতার দৃষ্টান্ত স্থাপন করুন।

চিকিৎসার জন্য লক্ষণ দাসের কাছে অর্থ সহায়তা পাঠানোর বিকাশ নম্বর 01790-368436। নিজে দিতে পারেন কিংবা প্রবাসীসহ বন্ধু বান্ধবদের থেকে সংগ্রহ করে পাঠাতে পারেন। আপনার একটু সহায়তায় বেঁচে যাবে একটি প্রাণ ও একটি পরিবার। আসুন আমরা সকলে এই মহৎ কর্মে এগিয়ে আসি। বিপদ যে কোন মুহুর্তে আমার/আপনারও হতে পারে। তাই আর চুপ নয় চলুন এগিয়ে যাই মানবতার দূত হয়ে।।

Related posts

Leave a Comment