দক্ষিণ গুনরাজদী চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের বাসিন্দা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির বেপারী(৩৩) নামে এক অটোরিকশা চালক বিদ্যুৎপৃষ্ট হয়ে ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)
মঙ্গলবার ২৫ অক্টোবর দুপুরে দক্ষিণ গুনরাজদী চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১১টার দিকে তার নিজ বাড়ির বিদ্যুতের তারের উপরে ঝড়ের রাতে সময় ঢালপাল পড়ে থাকতে দেখে সরানোর জন্য গাছের উপরে উঠলে, সেখানে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিচে পানিতে পড়ে যায়। তার মায়ের ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বাদ আসর দক্ষিণ গুনগাজদি ও মধ্য ইচলী আহমদিয়া ঈদগা মাঠে জানাজা নামাজ শেষে চাঁদপুর পোর কবরস্থানে দাফন সম্পন্ন করেন। পরিবার থেকে জানাজায় ১১ মাসের একটি মেয়ে সন্তান, স্ত্রী ও মা সহ ভাই বোন রয়েছে।