লালপুরে সড়ক দুর্ঘটনায় আহত স্কুল ছাত্র সালমান সাদিক রাফি (১৪) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে মৃত্যু বরণ করেছে।
নিহত স্কুল ছাত্র রাফি ইসলাম উপজেলার উত্তর লালপুর গ্রামের ও নর্থ বেঙ্গল সুগার মিলের সিআইসি শামসুল আরেফিনের ছেলে। রাফি লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
উল্লেখ্য গত ১৯ অক্টোবর সকাল ৯.৩০ মিনিটের দিকে লালপুর ইউনিয়নের উত্তর লালপুর রাফি ইসলাম (১৪) (ছয় রাস্তা মোড়) লালপুর পল্লী বিদ্যুতের সামনে প্রাইভেট পড়ে বাড়ী ফিরার পথে, পল্লী বিদ্যুতের সামনে পৌঁছালে ট্রাক নাম্বার নাটোর-ট ১১-০০২২ ট্রাকটি সজোরে তার সাইকেলে ধাক্কা মারে, এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে, উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছিলেন। ঘাতক চালক এবং ট্রাকটি লালপুর থানা পুলিশের হেফাজতে আছে।