সরকার পতনের ঘোষণা দেওয়ার ইউপি চেয়ারম্যান বরখাস্ত

চাঁদপুর ডাক প্রতিবেদন।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং ককটেল বোমা বিস্ফোরণ ও গাড়ি পুড়িয়ে সরকার পতনের ঘোষণা দেওয়ার অভিযোগে সাতক্ষীরা সদরের আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফকে বরখাস্ত করা হয়েছে। রবিবার (১৮ জুন) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক পত্রে তাকে বরখাস্ত করা হয়।

চেয়ারম্যান আব্দুর রউফ আলীপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

ওই পত্রে উল্লেখ করা হয়েছে, তার বিরুদ্ধে অন্যের জমি জবর দখলের মাধ্যমে মৎস্য ঘেরের মালিক হওয়া, প্রকাশ্যে জনসভায় সাতক্ষীরাকে অচল করে দেওয়ার ঘোষণা দেওয়া, প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন কটূক্তিসহ ককটেল বোমা বিস্ফোরণ ও গাড়ি পুড়িয়ে দিয়ে সরকার পতনের ঘোষণা দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। যে কারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪)(খ) (ঘ) ধারায় অপরাধ সংঘটিত করায় জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন।

এতে আরও বলা হয়েছে, যেহেতু তার সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি। ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪(৪)(খ)(ঘ) ধরার অপরাধ সংঘটিত করায় তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

প্রসঙ্গত, গতবার ৬ মে রাত ৯টার দিকে আলীপুরে নিজ বাসা থেকে তাকে নাশকতার মামলায় গ্রেফতার করে সদর থানা পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ২০২২ সালের ২ সেপ্টেম্বর নাশকতার অভিযোগে আব্দুর রউফসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করে পুলিশ। এই মামলায় জামিনে ছিলেন। শনিবার দিনগত রাতে তাকে বাসা থেকে গ্রেফতার করা হয়। এরপর দিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

Related posts

Leave a Comment