সালাউদ্দিন মোহাম্মদ বাবার এর কৃতজ্ঞতা প্রকাশ

চাঁদপুর ডাক রিপোর্ট :

গতকাল ১৭ অক্টোবর চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন সকাল নয়টা থেকে শুরু হয়ে দুপুর দুইটা পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

চাঁদপুর জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন
তিনি বলেন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর জেলার প্রতিটা উপজেলা যুবলীগের নেতা-কর্মীর দীর্ঘদিন নিরলস পরিশ্রম করেছেন।

আমি চাঁদপুর জেলা যুবলীগের পক্ষে থেকে তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং আমি আমার শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি।

আজকের এ বিজয় চাঁদপুর জেলা যুবলীগের প্রতিটি নেতা-কর্মী পরিশ্রমের ফসল তাই আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক বাবু ঝন্টু দাস, জেলা যুবলীগের সদস্য নাজমুল হোসেন পাটোয়ারী।

হারুন রশীদ লিলু হাওলাদার সদস্য কামনা হোসেন লালু নাসির পাটোয়ারী, যুবলীগ নেতা হোসাইন মাহমুদ হোসেন গাজী শাহাদাতসহ নির্বাচনী টিমের সকল সদস্য এবং নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন, জেলা, উপজেলা প্রশাসন, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাবৃন্দ, পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসারসহ সকল আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ব্যাক্তিবর্গ সাংবাদিক এবং সংশ্লিষ্ট অন্যান্য সকলের চাঁদপুর জেলা যুবলীগের পক্ষে সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

Related posts

Leave a Comment