অজানা ভবিষ্যৎ – জাবের মীর

অজানা ভবিষ্যৎ

(কবিতাঃ জাবের মীর)

পৃথিবীতে সবচেয়ে বেশী দামে নিত্যপন্যের মূল্য বৃদ্ধি করে বলা হবে সবচেয়ে উন্নত ও ক্রয় ক্ষমতার দেশ,
আর না খেয়ে মরে আদম-হাওয়ার সংখ্যা কমে গেলে বলা হবে জনসংখ্যা নিয়ন্ত্রণে চলে এসেছে দেশ।
এবার বগলে বাশীর সুর আর পেটকে তবলা বানিয়ে বাজাও বেশ।
জানেনা কেউ এই পরিনতির কোথায় হবে শেষ।
তেলে হয়েছে তেলেছমাতি বেগুনের বদলে মিষ্টি কুমড়া,
কিছু দিনের মধ্যে শুকিয়ে শরীর গায়ে থাকবেনা চামড়া।
সয়াবিন সয়াবিন করে উচ্চ শব্দে সুর,
জ্বালানীর মূল্য আকাশচুম্বী বুঝবে জ্বালা কতদূর।
রাতদিন জুড়েও কর্ম করে কপালে জুটবেনা ভাত,
রান্না ঘরে দ্রব্য নাই রাধুনীর মাথায় হাত।
কাঁদছে সন্তান অনাহারে জোটাতে পারেনি কিছু,
জুটবে কিভাবে দিনরাত কাজ করেও অভাব ছাড়েনা পিছু।
অন্যের সন্তানেরা স্কুলে যায় জননী দেখে তা তাকিয়ে,
স্কুলের কথা দূরে থাক না খেয়ে হাড় গেছে বেকিয়ে।
তারপরও কিছু লোকের সম্পদ আছে অঢেল,
তবুও আরও পাওয়ার আশায় উপরে মারে তেল।
বড় আয়োজনে অনেক খাবার অবলিলায় করে নষ্ট,
অথচ এক মুঠো খাবারের অভাবে অনাহারীদের কি কষ্ট!
পরিবহনে বাড়বে ভাড়া মিটাবে তা কিভাবে?
পদব্রজে চলবে পথ বাপ দাদারা যেভাবে।
বিদ্যুতের দাম বাড়লো বলে প্রস্তুতি নিতে হবে তাড়াতাড়ি,
সহনশীল করতে তাই লোডশেডিং এর বাড়াবাড়ি।
সবকিছুতেই আঘাত হানছে জীবন যুদ্ধের অলংকার,
অপেক্ষার পালা শেষ এবার সামনে শুধু সীমাহীন অন্ধকার।

(জাবের মীর)

Related posts

Leave a Comment