##একুশের(২১)দরদ##
কবিতা
মাতৃভাষা শ্রেষ্ঠ ভাষা তা নিয়ে নাই কোন দ্বন্দ্ব, কিন্তু এদিন ছাড়া সারা বছর নাই কোথাও তার গন্ধ।
আসল তারিখ ৮ফালগুন সেটা গেছি ভুলে, সেটি ভুলে ইংরেজি ২১মাথায় রেখেছি তুলে।
প্রতি বছর একদিন মাত্র করি তাকে স্মরণ, সারা বছর অবহেলায় এদিন শুধু বরণ।
মাতৃভাষা হয়েছে বাংলা আত্ম ত্যাগ করে, কিন্তু সর্বক্ষেত্রে বাংলা ভুলে অন্যকে রেখেছি ধরে।
ইতিহাসের পাতায় আছে বাস্তবে পাওয়া কষ্ট, মূল বাস্তবতা ভোলে যে জাতি তারাই পথভ্রষ্ট।
অফিস আদালত আর রাস্ট্রীয় সব অন্য ভাষায় লেখা, যতই খোজা হোক পাবেনা কোথাও বাংলা ভাষার দেখা।
শিশুর জীবন শুরু হচ্ছে পড়িয়ে ইংরেজি বর্ণমালা, আন্টি ডাকতে শিখছে তারা ডাকছে না আর খালা।
ভাষা দিবস আসলে সবাই কৃত্রিম শ্রদ্ধা জানাই, দিবসের দিন গেলে চলে বাংলার নাই বালাই।
ফুলের ডালি হাতে সবাই শ্রদ্ধা জানাতে যাচ্ছে, শুভ সকালের পরিবর্তে গুড মর্নিং দিচ্ছে।
শহীদ স্মরণে সভা,মিছিল আয়োজন হরেক রকম, সেখানেও দেখা যায় ইংরেজীর কদর বাংলা হয় রে জখম।
ধনীর সন্তানের ইংরেজি পাঠ্য বাংলাকে করে অবজ্ঞা, তারাই আবার উপদেশ দেয় বাংলাকে করতে শ্রদ্ধা।
মাতৃভাষার চেয়ে যদি অন্য ভাষার হয় চর্চা, আপন সত্তা ভুলে সে জাতি অন্ধকারে যায় মূর্ছা।