
যা একাধিক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। এরপর অপেক্ষা ছিল কবে পরবর্তী সিনেমা প্রযোজনা করবেন দুই বাংলার জনপ্রিয় এই তারকা। সেই অপেক্ষাও শেষ হলো অবশেষে।
তবে এবার বাংলাদেশের কোনো সিনেমা প্রযোজনা করবেন না জয়া। এবার তাকে প্রযোজক হিসেবে পাওয়া যাবে টলিউড ইন্ডাস্ট্রিতে। ‘ওসিডি’ শিরোনামে সিনেমাটি পরিচালনা করবেন সৌকর্য ঘোষাল। এর আগে ‘ভূতপরী’ সিনেমায় নির্মাতার সঙ্গে কাজ করেছেন তিনি। সেটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
‘ওসিডি’তে বাংলাদেশের এক জনপ্রিয় অভিনেতাকে দেখা যাবে। তবে এখনও সেই নাম প্রকাশ করেননি জয়া। কলকাতা থেকে অভিনয় করবেন কৌশিক সেন, অনসূয়া মজুমদার, কণীনিকা বন্দোপ্যাধায়সহ অনেকে। সাইকোলজিক্যাল ড্রামা ঘরানার ‘ওসিডি’ সিনেমার শুটিং শুরু হবে ফেব্রুয়ারির ১ তারিখ।
এতে জয়া আহসানের চরিত্রের নাম সীতা। একজন ডাক্তারের চরিত্রে দেখা যাবে তাকে। তার ধূসর অতীতের কথা জেনে ফেলে এক রোগী। তাকে হত্যা করেন সীতা। এরপর একে একে আরও খুন করেন তিনি। এমনই গল্পে নির্মিত হবে সিনেমাটি।
কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমে ‘ওসিডি’ নিয়ে বিভিন্ন খবর ছাপা হচ্ছে। সেখানে এ নিয়ে মন্তব্য করেছেন কৌশিক সেন। তিনি বলেন, ‘আমার সঙ্গে এই ছবিতে অভিনয় করছেন জয়া। আমাকে চিত্রনাট্য পাঠাবে। তবে আমি প্রাথমিক সম্মতি দিয়েছি।’
ভারতের নাগরিক না হয়েও সিনেমা প্রযোজনা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মনে। সেই জবাবও দেন প্রিয়া সিনেমার কর্ণধার অরিজিৎ দত্ত। তিনি বললেন, ‘নতুন প্রযোজক আসা তো আমাদের ইন্ডাস্ট্রির জন্য মঙ্গলজনক। এখানে অনেক লোকের কর্মসংস্থান হবে। কিন্তু ওই ছবি বাংলাদেশে রিলিজ করা যাবে কি-না, সেটা প্রযোজককেই দেখে নিতে হবে।’