স্পর্শ ও গন্ধের অনুভূতি দেবে ভার্চুয়াল রিয়েলিটি

এবছর যুক্তরাষ্ট্রের লাগ ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রোনিক্স শোর থিমই ছিল ভার্চুয়াল রিয়েলিটি। সেখানে নিজেদের প্রযুক্তি ও ইলেকট্রনিক্সের সম্ভার নিয়ে হাজির হয়েছিল অন্তত ২৬০টি দেশের অসংখ্য টেকনোলজিক্যাল এবং ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান।
vr setএই তথ্যপ্রযুক্তির প্রদর্শনীতে তাইওয়ানের টেক জায়েন্ট এইচটিসি একটি ভিআর হেডসেট প্রদর্শন করে। এই হেডসেট যে শুধুমাত্র ভার্চুয়াল দুনিয়াকে দেখতে সাহায্য করবে তা নয়। কার্যত সেই দুনিয়াকে অনুভব করতে সাহায্য করবে যন্ত্রটি। এমনকি ভার্চুয়াল পরিবেশের গন্ধও পৌঁছবে ব্যবহারকারীর নাকে।
এদিকে আমেরিকার ভার্মাউন্টের সংস্থা ওভিআর টেকনোলজি প্রদর্শন করেছিল তাদের তৈরি একটি বিশেষ হেডসেট, যেখানে কার্টিজে বিভিন্ন রকমের সুগন্ধি ভরেছেন তারা। আর সেই কার্টিজ থেকেই ব্যবহারকারীর নাকে পৌঁছবে ভার্চুয়াল জগতের গন্ধসমূহ।
vr setআগামী বছর আনুষ্ঠানিকভাবে এই ভিআর হেডসেটটি লঞ্চ করার পরিকল্পনা রয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটির।
এর আগে ভিআর গগলসে কিছুটা এই ধরনের কনসেপ্ট ব্যবহার করেছিল ওভিআর টেকনোলজি।
তবে নতুন এই হেডসেটটিতে ভার্চুয়াল জগৎকে ঘ্রাণের মাধ্যমে চেনার পাকাপাকি ব্যবস্থা করে ফেলেছে তারা।
প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, ভার্চুয়াল রিয়েলিটির সঙ্গে জড়িত যন্ত্রপাতিতে অ্যারোমা ব্যবহারের বিষয়টি যেমন ইউজারদের আকর্ষণ করবে, তেমন রিল্যাক্স হতেও সাহায্য করবে। ইতিমধ্যে ওই যন্ত্রের জন্য একটি অ্যাপও ডেভেলপ করা হয়েছে।