বিনোদন

হিন্দু দেবতাকে অপমান করে বিতর্কের মুখে রিহানা

ভারতীয় সমালোচকদের তোপের মুখে আবারও মার্কিন পপ তারকা রিহানা। সম্প্রতি তার টপলেস ছবি সামাজিক মাধ্যমে উত্তাপ তুলেছে। রীতিমতো তা ভাইরাল। কিন্তু গণ্ডগোল বেঁধেছে তার গলার হিন্দু দেবতার লকেট নিয়ে।

ছবিটি প্রকাশের পর ভারতের নেটিজনরা ক্ষুব্ধ রিহানার ওপর। তাদের মন্তব্য ইচ্ছে করেই এমটা ঘটিয়েছেন তিনি। দেবতাকে অসম্মান করা তার পূর্ব পরিকল্পনা।

বিজিপির নেতা রাম কদম এই প্রসঙ্গে টুইটে লেখেন, ‘রিহানা আমাদের দেবতাকে যেভাবে অপমান করেছেন তা ভয়াবহ। তার কোনো ধারণা নেই কীভাবে একটি দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান করতে হয়।’ ডানপন্থী বিশ্ব হিন্দু সংস্থা জানিয়েছে, রিহানার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা।

কিছুদিন আগেও ভারতীয় সমালোচকদের কাছে বিতর্কিত হয়েছিলেন রিহানা। কৃষক আন্দোলন নিয়ে তিনি সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ‘এত বড় কৃষক আন্দোলন নিয়ে আমরা কেন মন্তব্য করছি না!’

এটি ভারতের পক্ষে টুইট হলেও কঙ্গনা রানাওয়াত এর বিরোধীতা করেছিলেন। তার মন্তব্য রিহানাকে এই পোস্টের জন্য অর্থ দেওয়া হয়েছে। তার বিনিময়ে এই মহানুভবতা তিনি প্রকাশ করেছেন।

কঙ্গনাকে সমর্থন জানিয়ে বলিউডের অনেক তারকা রিহানার বিরুদ্ধে টুইট করেছেন। তবে মার্কিন গায়িকার পক্ষেও ছিলেন অনেকে। যেমন তাপসী পান্নু তাকে সমর্থন জানিয়ে পোস্ট করেছিলেন টুইটারে। সেই রেশ এখনও রয়ে গেছে ভারতীয়দের মধ্যে। সেটি না কাটতেই নতুন এই বিতর্কের জল কতদূর গড়াবে সেটি দেখার অপেক্ষা এখন।

Related Articles

Back to top button