হেরেছে জুভেন্টাস, জিতেছে পিএসজি

আক্রমণের পর আক্রমণ চালিয়েও কাজের কাজটি করতে পারল না জুভেন্টাস। পেল না গোলের দেখা। শেষ পর্যন্ত হারল ম্যাচ। অন্যদিকে সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রকে ছাড়াই টানা চতুর্থ ম্যাচে জিতেছে ফরাসি ক্লাব পিএসজি।
শনিবার রাতে ইতালিয়ান লিগের ম্যাচে নাপোলির মুখোমুখি হয় জুভেন্টাস। প্রতিপক্ষের মাঠে শনিবার ১-০ ব্যবধানে হেরেছে আন্দ্রে পিরলোর দল। খেলার স্রোতের বিপরীতে ম্যাচের ৩১ মিনিটে একমাত্র গোলটির দেখা মেলে।
স্পট কিকে নাপোলিকে এগিয়ে নেন লরেন্সো ইনসিনিয়ে। আমির রাহমানিকে জুভেন্টাস ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনি ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এই গোলের আগে ও পরে জোরালো চেষ্টা চালিয়েও আর ম্যাচে ফিরতে পারেনি জুভেন্টাস।
পুরো ম্যাচে গোলের উদ্দেশে জুভেন্টাস মোট ২৩টি শট নেয়, এর ৬টি ছিল লক্ষ্যে। আর নাপোলির ৮ শটের ২টি লক্ষ্যে ছিল।
২১ ম্যাচে ১৩ জয় ও এক ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে চারে আছে নাপোলি। সমান ম্যাচে ২ পয়েন্ট বেশি নিয়ে তিনে ক্রিশ্চিয়ানো রোনালদোরা। ইন্টার মিলান ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ও এসি মিলান ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।
আরেকদিকে নিজেদের মাঠে শনিবার লিগ ম্যাচে নাইসের বিপক্ষে ২-১ গোলে জেতে পিএসজি। এ নিয়ে লিগে টানা তৃতীয় এবং সব প্রতিযোগিতা মিলে টানা চতুর্থ জয় পেল মাওরিসিও পচেত্তিনোর দল। ২৫ ম্যাচে ১৭ জয় ও তিন ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা লিল।