বিনোদন

১০০ টাকায় দেখা যাবে ‘ন ডরাই’

‘ন ডরাই’ দিয়ে প্রযোজনা শুরু স্টার সিনেপ্লেক্সের। প্রথম সিনেমা দিয়েই ব্যাপক সাড়া ফেলে দেয় তারা। শুধু তাই নয়, জুটেছে শ্রেষ্ঠ সিনেমাসহ ছয়টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এত আলোচনার পরেও যারা সিনেমাটি দেখতে পারেননি, তাদের জন্য আকর্ষণীয় সুযোগ এল এবার।

মাত্র ১০০ টাকায় দেখা যাবে ‘ন ডরাই’। স্টার সিনেপ্লেক্সের যে কোনো শাখায় সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শক। ১২ ফেব্রুয়ারি (শুক্রবার) শুরু হচ্ছে এই অফার।

স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, ‘‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় ‘ন ডরাই’ নিয়ে নতুন করে অনেকের কৌতুহল তৈরি হয়েছে। সেই সঙ্গে যারা আগে দেখতে পারেননি তাদেরকে দেখার সুযোগ করে দিতে ছবিটি পুনরায় হলে আনছি আমরা। দর্শকদের সুবিধার্থে টিকেটের মূল্য সহজলভ্য করা হয়েছে। আশা করছি দর্শকরা সুযোগটা উপভোগ করবেন।’’

২০১৯ সালের ২৯ নভেম্বর মুক্তি পায় ‘ন ডরাই’। সার্ফিং নিয়ে নির্মিত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা এটি। গল্পের পটভূমি সমুদ্রের উত্তাল জলরাশি, সার্ফিং আর ভয়ডরহীন এক জলকন্যা নাসিমাকে নিয়ে। সব বাঁধা পেরিয়ে যার স্বপ্ন ছুটেছে সার্ফিংয়ের গতিতেই।

জীবনের যে চিত্রনাট্যে এই সমুদ্রকন্যকে দমাতে পারেনি সমাজ কিংবা পরিবারের রক্তচক্ষু। সেই নাসিমারই গল্প ‘ন ডরাই’। এটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। মূল চরিত্রে অভিনয় করেছন সুনেরাহ বিনতে কামাল।

Related Articles

Back to top button