১৭ কোটি টাকার আংটিতে বাগদান সারলেন প্যারিস হিলটন
প্রেমিকাদের খুশি করতে কতকিছুই না করতে হয় প্রেমিকদের। আর জন্মদিন হলে তো কথাই নেই। বিভিন্ন চমকে মুড়ে দিতে চান দিনটিকে। তবে মার্কিন অভিনেত্রী ও গায়িকা প্যারিস হিলটন একটু বেশিই চমকে গেলেন।
১৭ ফেব্রুয়ারি (বুধবার) ছিল প্যারিস হিলটনের জন্মদিন। দিনটি প্রেমিক কার্টার রেইমের সঙ্গে কাটাতে ব্যক্তিগত মালিকানাধীন দ্বীপে পাড়ি জমিয়েছিলেন ৪০ বছরের এই তারকা। হিলটনের বিশেষ এই দিনে বিয়ের প্রস্তাব দেন কার্টার। শুধু তাই নয়, হাতে পরিয়ে দামি এক আংটি। বাংলাদেশের অংকে যার মূল্য প্রায় ১৭ কোটি টাকা।
প্রেমিকের এমন প্রস্তাবে ‘হ্যাঁ’ বলতে দেরি করেননি প্যারিস হিলটন। মূল্যবান সেই আংটি কীভাবে তৈরি হয়েছে তাঁর ভিডিও শেয়ার করেছেন তিনি। জন্মদিনের অনুষ্ঠানে হিলটনের পরনে ছিল সাদা রঙের রেট্রোফেট পোশাক, আর মাথায় মুকুট।
প্রেমিককে নিয়ে অনেকদিন ধরে আলোচনায় আছেন প্যারিস হিলটন। গণমাধ্যমেও এ নিয়ে সরাসারি মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, শিগগিরই জীবনের নতুন অধ্যায় শুরু করবেন তিনি। সেই সময় অবশেষে এল। এখন অপেক্ষা বিয়ের।