বিনোদন

৪ বছর প্রেমের পর বাগদান সারলেন ফারিয়া

বাগদান সেরে ফেলেছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল ফারিয়া শাহরিন। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে বাগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলে জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাগদানের কিছু ছবিও পোস্ট করেন এই লাক্সতারকা।

ফারিয়ার হবু বরের নাম মাহফুজ রায়ান। তিনি একটি কুরিয়ার সার্ভিসে কর্মরত। দুই পরিবারের সম্মতিতে এই বাগদানের আনুষ্ঠানিকতা হয়েছে বলে জানা গেছে।

ক্যামেরার সামনে দুষ্টমিতে মাতেন দুজন
ফারিয়া শাহরিন বলেন, ‘গত চার বছর ধরে আমরা প্রেম করেছি। অবশেষ বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। বিয়েতে দুই পরিবার পূর্ণ সমর্থন দিয়েছে। বছরের শেষে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। শপিং-প্ল্যানিংসহ নিজেদের গুছিয়ে নিতেই এই সময়টুকু নিচ্ছি আমরা।’

দুজনার আংটি বদল
উল্লেখ্য, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে মিডিয়ায় পা রাখেন ফারিয়া শাহরিন। বাংলালিংকের ‘কথা দিলাম’ সিরিজের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে প্রথম জোরালোভাবে আলোচনায় আসেন তিনি। এরপর অনেক নাটক ও টেলিফিল্মে কাজ করেছেন। সর্বশেষ তাকে দেখা গেছে কাজল আরেফিন অমির জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’-এ।

Related Articles

Back to top button