৭০ কোটিতে আলিয়ার সিনেমার স্বত্ব বিক্রি
সঞ্জয় লীলা বানসালীর ‘গাঙ্গুবাই কোঠেওয়ালি’তে প্রথমবার অভিনয় করেন আলিয়া ভাট। এরমধ্য দিয়ে প্রিয় নির্মাতার সঙ্গে কাজের ইচ্ছে পূরণ হলো এই বলিউড তারকার। তবে এখনও মুক্তি পায়নি সিনেমাটি।
২০২০ সালে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার জন্য পিছিয়ে গিয়েছিল। তাই এবছর মুক্তির কথা রয়েছে ‘গাঙ্গুবাই কোঠেওয়ালি’র। তবে এখনও দুটি গানের শুটিং বাকি। সেগুলো শেষ করে কবে সিনেমাটি মুক্তি পাবে সেটি এখন অপেক্ষা।
সেই অপেক্ষা শেষের আগেই বিক্রি হয়ে গেল সিনেমার অনলাইন স্বত্ব। একটি স্ট্রিমিং প্লাটফর্ম ৭০ কোটি রুপিতে কিনেছে এটি। কিন্তু সেই নাম এখনও প্রকাশ করা হয়নি।
‘গাঙ্গুবাই কোঠেওয়ালি’ বহুপ্রতীক্ষিত সিনেমা। একদিকে আলিয়া ভাট, অন্যদিকে সঞ্জয় লীলা বানসালী। ভক্তদের অপেক্ষা এই পরিচালকের নির্মাণে কেমন দেখা যাবে আলিয়াকে।
ভারতে এক যৌনপল্লির প্রধান গাঙ্গুবাই কোঠেওয়ালি। তার জীবনীকে তুলে ধরা হয়েছে এই সিনেমায়। যেই চরিত্রে দেখা যাবে আলিয়াকে। সিনেমায় অতিথি চরিত্রে রয়েছেন অজয় দেবগন, এমরান হাশমি ও হুমা কুরেশি।
গাঙ্গুবাই পরিবার থেকে সিনেমা নির্মাণে বাঁধা সৃষ্টি করেছিল। মুম্বাইয়ের সিভিল কোর্টে মামলা পর্যন্ত হয়েছিল। যা পরবর্তীতে সমাধানে চলে আসে।
উল্লেখ্য, ‘গাঙ্গুবাই কোঠেওয়ালি’তে অভিনয়ের কথা ছিল সালমান খানের। চুক্তিও স্বাক্ষর হয়েছিল। কিন্তু সেট পর্যন্ত এসে ফিরে যান বলিউডের এই ভাইজান। পরবর্তীতে জানা, সেট পছন্দ না হওয়ায় সিনেমা থেকে সরে যান তিনি।