কলকাতাবাসীকে ‘দেবী’ দেখার আমন্ত্রণ জয়ার
২০১৮ সালে মুক্তি পায় জয়া আহসান অভিনীত ‘দেবী’। হুমায়ূন আহমেদের বিখ্যাত উপন্যাস ‘দেবী’ অবলম্বনে সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করেন অনম বিশ্বাস। এই সিনেমা দিয়েই আত্মপ্রকাশ প্রযোজক জয়া ও তার প্রযোজনা প্রতিষ্ঠান সি-তে সিনেমার। দেশের দর্শক সিনেমাটি গ্রহণও করে দারুণভাবে।
তবে কলকাতার দর্শরা এতদিন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রীর সিনেমাটি দেখার অপেক্ষায় ছিলেন। এবার তাদের সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে। আগামীকাল কলকাতায় তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনী হবে। নিজের ফেসবুক পেজে খবরটি দিয়েছেন জয়া নিজেই।
কলকাতাবাসীকে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়ে জয়া ফেসবুকে লেখেন, ‘কলকাতায় যারা আমার কাজ ভালোবাসেন তারা অনেকেই দেবী মুক্তির পর দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। অজস্র মেসেজ, সোশ্যাল মিডিয়াতে আমি পেয়েছি। পোস্টগুলোতে অনেকেই লিখেছেন যে কবে আমার প্রযোজিত প্রথম ছবিটি দেখতে পাবেন। আমি সত্যি অত্যন্ত দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী যে এখনো এই ছবিটি আপনাদের সামনে নিয়ে আসতে পারিনি। কিন্তু আগামীকাল ছবিটি প্রদর্শনের একটি সুযোগ আমি পেয়েছি।’
অভিনেত্রী আরও লেখেন, “ঠিক দুপুর ৪টা ৪৫ মিনিট-এ নন্দন ২-এ তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে। আপনারা স্বপরিবারে অবশ্যই আসুন, ‘দেবী’ উপভোগ করুন এবং আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো।”
‘দেবী’তে রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া। মিসির আলির চরিত্র করেছেন চঞ্চল চৌধুরী। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লাবণ্য চৌধুরী (কিশোরী রানু), শবনম ফারিয়া, অনিমেষ আইচ, ইরেশ যাকের প্রমুখ।