নৌযান শ্রমিকদের অনিষ্টকালের জন্য ধর্মঘট আহবানের কারণে আজ শনিবার থেকে চাঁদপুরসহ সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের ১৪ দফা ও নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের ১১ দফা বাস্তবায়নের দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ধর্মঘট শুরুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
এ কর্মসূচির কথা জানিয়েছেন নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম।
নৌযান শ্রমিকদের ধর্মঘটে আজ থেকে লঞ্চ চলাচল বন্ধ
