হাজীগঞ্জ উপজেলায় গর্ভে সন্তান নিয়ে থানায় অভিযোগ করেন প্রেমিকা। অভিযোগের প্রেক্ষিতে প্রেমিককে ধরে পুলিশ শ্রীঘরে পাঠায়। বৃহস্পতিবার সকালে প্রেমিক মোঃ ইউছুফ হোসেন (২৫)কে আদালতে প্রেরণ করা হয়। আদালত ইউছুফকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।
বুধবার রাতে প্রেমিকার দায়ের করা অভিযোগের ভিত্তিতে হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মাতৈন মিজি বাড়ি থেকে আবু তাহের মিজির ছেলে ইউছুফকে গ্রেফতার করা হয়। প্রেমিকা ৭নং বড়কুল ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মহিউদ্দিনের মেয়ে মুন্নী আক্তার (১৯)।
অভিযোগে মেয়েটি উল্লেখ করেন, গত ৫ বছর পূর্বে ইউসুফ হাজীগঞ্জ বাজারের একটি হসপিটালে চাকুরিরত অবস্থায় তার সাথে পরিচয় হয়। সে থেকে বিয়ের প্রলোভনে ইউছুফ তার সাথে যোগাযোগ রাখতো। এখন বিয়ে করতে রাজি না হওয়ায় আইনের আশ্রয় নেয়া হয়েছে।
হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের মধ্যে প্রেম ছিল। এখন মেয়েটি দেড় মাসের অন্তঃসত্ত্বা। মেয়ের অভিযোগে ছেলেকে আটক করে জেলহাজতে পাঠানো হয়।