শতবর্ষে প্রাণে প্রাণে, মিলবো আনন্দ উচ্ছাসে, ফিরে যাব শৈশবে কৈশোরে এই স্লোগানকে সামনে রেখে শনিবার সন্ধ্যায় ডি এন উচ্চ বিদ্যালয় নিবন্ধন কেন্দ্রে ২০০০ সালের বেইচ এর প্রাক্তণ ছাত্র মমিনুল ইসলাম এর নিবন্ধন সম্পন্ন করেছেন
শতবর্ষ উদযাপন ও প্রাক্তণ ছাত্র পুনর্মিলনী-২০২০
