লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান উল্টে সড়কের পাশের খাদে পড়ে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় পিকআপ ভ্যানটির চাকা ফেটে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে। পিকআপটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।