করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে মুক্ত রাখতে সকল শ্রেণী-পেশার মানুষ যখন ঘরবন্দি, নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী যখন ফুরিয়ে যাওয়ার অবস্থায়, ঠিক তখনি ওইসব মধ্যবিত্ত ও নি¤œবিত্ত শ্রেণীর অসহায় মানুষগুলোর ঘরের দরজার সামনে একজন রাজনীতিবিদ উপস্থিত চাল, ডাল, তেল, লবণ আর আলুসহ আরো কিছু প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে। এই রাজনীতিবিদ আর কেউ নন, যিনি ইতিমধ্যে অসহায় মানুষের সহায় এবং গরিবের বন্ধু হিসেবে পরিচিতি পেয়েছেন অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। গত ক’দিন যাবত তিনি অনেকটা চুপিসারে চাঁদপুর পৌর এলাকার বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের ঘরের দরজার সামনে হাজির হচ্ছেন খাদ্য সামগ্রী নিয়ে। যেসব মানুষ লজ্জায় কারো কাছে হাত পাততে পারে না, অথচ তার ঘরে খাবার নেই, বেছে বেছে সেসব মানুষের ঘরেই পৌঁছে যাচ্ছেন জিল্লুর রহমান জুয়েল তার পক্ষ থেকে খাদ্য সহায়তা। এসব মানুষ ভাবেও নি কখনো তাদের ঘরের দরজায় কেউ কড়া নাড়বে চাল, ডাল, তেল নিয়ে। অথচ তাদের ঘরে খাবার নেই। এ দৃশ্য দেখে অনেকেই আবেগতাড়িত হয়ে কেঁদে দিয়েছেন।
খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের দুয়ারে গরিবের বন্ধু
