খেলা

৩ কোটি বিশ লাখে কলকাতায় সাকিব

তিন কোটি বিশ লাখ রুপিতে সাকিব আল হাসানকে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স। এর আগে কয়েক মৌসুম কলকাতার জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন সাকিব। মাঝে দুই মৌসুম ছিলেন সানরাইজার্স হায়দারাবাদে।

ফের কলকাতায় ফিরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবের ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি। পাঞ্জাব কিংসও তাকে দলে নেওয়ার জন্য নিলামে ডাক তুলে। শেষ পর্যন্ত সাকিবকে দলে ভিড়িয়েছে কলকাতা।

সর্বশেষ ২০১৯ সালে আইপিএল খেলেছিলেন সাকিব। ওই মৌসুমে হায়দরাবাদের হয়ে মাত্র তিন ম্যাচে মাঠে নেমেছিলেন এই অলরাউন্ডার। সেই আসরে অবশ্য খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেননি তিনি। তিন ম্যাচে করেছেন ৯ রান, উইকেট নিয়েছেন মাত্র দুইটি।

আইপিএলের নিলামে সাকিব প্রথম নাম লেখান ২০০৯ আসরে। ওই আসরে তাকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো দল। ২০১১ আসরের আগে তাকে ৪ লাখ ২৫ হাজার ডলারে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।
২০১৪ আইপিএলের আগে কলকাতা তাকে ধরে রাখে ২ কোটি ৮০ লাখ রুপিতে। কলকাতার হয়ে ৭ মৌসুমে ৬ বার অংশ নেওয়ার পর ২০১৮ আইপিএলের আগে তাকে ২ কোটি রুপিতে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএলে মোট ৬৩টি ম্যাচ খেলেছেন সাকিব। ৪৬টি ম্যাচে ব্যাটিং করার সুযোগ হয়েছে তার। ব্যাট হাতে করেছেন ৭৪৬ রান। স্ট্রাইকরেট ১২৬.৬৬। বল হাতে সাকিব ৬২ ইনিংসে শিকার করেছেন ৫৯টি উইকেট।

Related Articles

Back to top button