ইসলাম

কবর জিয়ারতের দোয়া বাংলা উচ্চারণ সহ

কবর জিয়ারতের দোয়া

কবর জিয়ারতের দোয়া বাংলা উচ্চারণ সহ নিচে দেওয়া হয়েছে। পিতা মাতার কবর জিয়ারতের দোয়া এবং কবর জিয়ারতের আরবী দোয়া একই রকমের। মহিলাদের কবর জিয়ারতের দোয়া ও কবর জিয়ারতের সঠিক নিয়ম এই পোস্টে দেওয়া হয়েছে।

কবর জিয়ারত করা কি জায়েজ? এমন প্রশ্নের উত্তরে বলতে হয় এক সময় বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সঃ) মৃতদের জন্য কবর জিয়ারত করতে নিরসাহিত করতেন বলে বিভিন্ন হাদিসে পাওয়া যায়। তবে পরে তিনি কবর জিয়ারত করার জন্য সকলে উৎসাহিত করতেন। এতে করে পরকালের কথা স্মরণ হয় এবং গোনাহমুক্ত জীবন গঠনে গুরুত্বপূর্ণ কাজ করে।

জিয়ারতের দোয়া

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) মদিনার কবরবাসীর পাশ দিয়ে যাওয়ার সময় এই দোয়া পাঠ করেন—

السَّلاَمُ عَلَيْكُمْ يَا أَهْلَ الْقُبُورِ يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ أَنْتُمْ سَلَفُنَا وَنَحْنُ بِالأَثَرِ

উচ্চারণ : আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর; ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আ-সার।

অর্থ : হে কবরবাসী! তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ আমাদের ও তোমাদের ক্ষমা করুন, তোমরা আমাদের আগে কবরে গিয়েছ এবং আমরা পরে আসছি। (সুনানে তিরমিজি, হাদিস : ১০৫৩)

যেভাবে কবর জিয়ারত করবেন

কবরস্থানে যাওয়ার পর সর্বপ্রথম জিয়ারতের দোয়া পড়বেন। এরপর কবরবাসীর ইসালে সওয়াবের নিয়তে দরুদ শরিফ ও বিভিন্ন সুরা ইত্যাদি পড়বেন। মৃতের বা কবরবাসীর মাগফিরাতের জন্য দোয়া করবেন।

হাদিসে কবর জিয়ারতের ক্ষেত্রে কিছু সুরার বিশেষ ফজিলতের কথা উল্লেখ হয়েছে। পাশাপাশি দরুদ শরিফের আমলের কথাও এসেছে। তাই দরুদ শরিফ, সুরা ফাতিহা, সুরা ইখলাস, আয়াতুল কুরসি ও অন্য যেসব সুরা সহজ মনে হয়— সেগুলো পড়ে সওয়াব উপহার দেবেন।

কবর সামনে রেখে দুই হাত তুলে দোয়া উচিত নয়। তাই কবরকে পেছনে রেখে কিংবা কবরের দিকে পিঠ দিয়ে এরপর কিবলামুখী হয়ে দোয়া করা চাই। আবার কেউ চাইলে হাত না তুলে মনে মনেও দোয়া করতে পারেন। (ফাতাওয়ায়ে আলমগিরি খণ্ড ৫, পৃষ্ঠা ৩৫০, কিতাবুল কারাহিয়্যা)

Related Articles

Back to top button