তথ্যপ্রযুক্তি

Realme Narzo 30, Narzo 30 5G এখন Flipkart থেকে পাওয়া যাবে, জেনে নিন স্পেসিফিকেশন

ইতিমধ্যেই জানা গেছে আগামী ২৪ জুন ভারতে লঞ্চ হতে চলেছে Realme Narzo 30 এবং Narzo 30 5G। এই ফোন দুটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও Flipkart থেকে পাওয়া যাবে। এই ই-কমার্স সাইটটি রিয়েলমি নারজো ৩০ এবং রিয়েলমি নারজো ৩০ ৫ জি ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি করেছে। প্রসঙ্গত গত মাসেই মালয়েশিয়ায় লঞ্চ হয়েছিল রিয়েলমি নারজো ৩০। একই মাসে ফোনটির ৫ জি ভ্যারিয়েন্টও ইউরোপে পা রাখে, যেটি আসলে ভারতে লঞ্চ হওয়া রিয়েলমি ৮ ৫জি ফোনের রিব্র্যান্ডেড ভার্সন।

ফ্লিপকার্টের মাইক্রোসাইট অনুযায়ী, রিয়েলমি নারজো ৩০ ও রিয়েলমি নারজো ৩০ ৫ জি ফোনে যথাক্রমে মিডিয়াটেক হেলিও জি৯৫ এবং মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০০ প্রসেসর থাকবে। এছাড়া Realme Narzo 30 ও Narzo 30 5G ফোনে পাওয়া যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের টাচ স্যাম্পেলিং রেট ১৮০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ৬০০ নিটস। এই ফোন দুটি ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে।

কয়েকদিন আগেই রিয়েলমি ইন্ডিয়ার সিইও, মাধব শেঠ জানিয়েছেন, রিয়েলমি নারজো ৩০ ও রিয়েলমি নারজো ৩০ ৫ জি ফোনটি ২৪ জুন দুপুর ১২ টা ৩০ মিনিটে লঞ্চ হবে। এদের সাথে ৩২ ইঞ্চি Realme Smart full-HD TV ভারতে পা রাখবে।

রিয়েলমি নারজো ৩০ ও রিয়েলমি নারজো ৩০ ৫ জি ফোন দুটি প্রায় একই স্পেসিফিকেশন সহ লঞ্চ হয়েছে। এই দুটি ফোনে আছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) পাঞ্চ হোল ডিসপ্লে। ফোন দুটি অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউআই ২.০ ভার্সনে চলে। মালয়েশিয়ায় Realme Narzo 30 ফোনটি ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ লঞ্চ হয়েছিল। যেখানে ইউরোপে Realme Narzo 30 5G ফোনটি ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যায়।

ফটোগ্রাফির জন্য রিয়েলমি নারজো ৩০ ও রিয়েলমি নারজো ৩০ ৫ জি ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল পোট্রেট লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য ফোন দুটির সামনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ।

পাওয়ার ব্যাকআপের জন্য Realme Narzo 30 এবং Narzo 30 5G ফোন দুটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। যেখানে 4G ভ্যারিয়েন্টে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে 5G ভ্যারিয়েন্টে।

Related Articles

Back to top button