চাঁদপুরে বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মুহাম্মদ বাদশা ভূঁইয়া।। চাঁদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর বুধবার সকালে শহরের বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত থেকে দুটি টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ এবং পুরস্কার বিতরণ করেন চাঁদপুর-৩ আসনের সাংসদ শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। তিনি বলেন, শিশু কিশোরদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সুযোগ সৃষ্টি করে দিতে হবে। এতে করে তাদের মধ্যে শিক্ষাজ্ঞান অর্জনের পাশাপাশি প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হয়। শিক্ষামন্ত্রী বলেন, আজকে বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের…

Read More