দিনাজপুরের বড়পুকুরিয়া নামক এলাকায় গত ৩ বছর ধরে কয়লা খনি ও ছাই এর সাথে কালো মাটি মিশিয়ে ইট ভাটার মালিকদের কাছে কয়লা হিসেবে বিক্রি করছে এক শ্রেণির প্রতারক। এলাকার কিছু অসাধু কয়লা ব্যবসায়ীরা ফুলবাড়ী ও পার্বতীপুর এলাকার অটো রাইচ মিল থেকে ছাই ক্রয় করে এনে কয়লা খনি এলাকার বিভিন্ন পয়েন্টে মজুদ রেখে কয়লা খনির ভূগর্ভ থেকে উত্তোলনকৃত পানির সাথে উঠে আসে।ভূ-পৃষ্টের মাটিতে পলি জমার মত হয়ে থাকে সেই কালো কাদা মাটি। শুকিয়ে ডাস্ট করে ছাই এর সাথে মিশিয়ে ১০ থেকে ১২ হাজার টাকা টনে কয়লা বিক্রি করছে ইট ভাটার মালিকদের…
Read More