নারীর প্রতি যার লালসা ও অপচিকিৎসাই তার নেশা

স্টাফ রিপোর্টার।। চাঁদপুরের চোখের ডাক্তার নামে মুকিত শফিউল আলমের বিরুদ্ধে বারবার নারীদের শীলতাহানি এবং অপচিকিৎসা করা যার নেশা বলে সাধারণ মানুষের মাঝে অভিযোগ উঠেছে। শনিবার ১৮ আগস্ট ৯ বছরের শিশুর চোখে ড্রপ দিয়ে চোখের মণি বড় করে ভয় দেখিয়ে প্রতারণার করে চিকিৎসার নামে ৫ হাজার টাকা হাতিয়ে নেন চাঁদপুরের বিতর্কিত চক্ষু চিকিৎসক মুকিত সফিউল আলম। এরপর শিশুটির পরিবার তাকে অন্য চক্ষু চিকিৎসক দেখালে এই প্রতারণার কথা জানতে পারেন। এতে ক্ষিপ্ত হয়ে শিশুটির পরিবার বিতর্কিত চক্ষু চিকিৎসক মুকিত সফিউল আলমের চেম্বারে গিয়ে তাকে লাঞ্ছিত করার চেষ্টা করে।এক পর্যায়ে তিনি ভুয়া চিকিৎসা…

Read More