চাঁদপুরের অন্যতম নারী উদ্দ্যোক্তা সংগঠন ‘আমরা আলোকিত নারী’ ট্রেনিং অরগানাইজেশান এর ১ম মিটআপ এন্ড কোলাবোরেশান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে চাঁদপুরপুরের ২টা গ্রুপ চাঁদপুর ফুডি ও হিলশা ট্রাভেলিং কোলাবোরেশান করে। সোমবার (১৭ অক্টোবর) দুপুর থেকে শহরের রেড চিলি চাইনিজ রেষ্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সকল উদ্যোক্তাদের উদ্দ্যেশে বলেন, ‘আমরা আলোকিত নারী’ প্রেসিডেন্ট ও ফাউন্ডার শারমিন আক্তার জুঁই বলেন, এত অল্পসময়ের মধ্যে আপনারা এত সুন্দর শারা দিবেন, তা দেখে আমি সত্যিই মুগ্ধ। সততার সাথে কাজ করার জন্যে আপনাদের সবার সার্পোট আশাকরছি। আমি সবসময়ই চেয়েছি চাঁদপুরের নারীদের…
Read More