আন্তর্জাতিক ডেস্কঃ গাম্বিয়ায় ৬৬ শিশু মৃত্যুর কারণ ভারতের তৈরি সর্দি-কাশির সিরাপ, এমন আশঙ্কা নিয়ে সতর্ক করেছে World Health Organization (WHO)। দিল্লির মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি চার সিরাপ যেন অন্য কোনো দেশে ব্যবহার না হয়, সে বার্তাও দিয়েছেন WHO। সম্প্রতি কিডনি বিকল হয়ে গাম্বিয়ায় প্রায় ৬৬ জন শিশু মারা যায়। প্রাথমিক তদন্তের পর জানা যায় যে, মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি চারটি সিরাপই পাঁচ বছরের কম বয়সী শিশুদের কিডনি বিকল হওয়ার কারণ। ওই সিরাপ নিয়েই ইতোমধ্যে সতর্কতা জারি করেছে WHO। প্রস্ততকারক সংস্থা এবং নিয়ামক সংস্থার সঙ্গে যৌথভাবে তদন্ত শুরু করেছে WHO। World Health Organisation…
Read More