ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।।

স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর শহরের কালীবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ঔষধ প্রতিষ্ঠানে জরিমানা আদায় করা হয়। দোকানগুলো হলো নিউমার্কেটে অবস্থিত প্রীতম মেডিকেল হল১৫ শত টাকা,হক ফার্মেসী ১হাজার টাকা, মা ড্রাগ এন্ড সার্জিক্যাল হাউজ ১৫,শত টাকা এবং নীলকমল মেডিকেল হল কে ১৫শত টাকা মোট সারে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ঔষধ আইন ১৯৪০ এর ১৮/(সি) এবং (এ) ধারায়, ইনভয়েজ না দেওয়া, রেজিস্ট্রেশন বিহীন ঔষধ রাখা, ঔষধ বিক্রি কালে কাস্টমারদের ক্যাশ মেমো না দেওয়া, এ সকল অপরাধের জন্য এই জরিমান করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে এই অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা…

Read More