স্টাফ রিপোর্টার চাঁদপুরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিঙ্গার এক্সক্লুসিভ শোরুম থেকে ফ্রিজ ক্রয় করে ক্রেস্ট কার্ড ঘষে শহরের বড়স্টেশন এলাকার মিসেস বিলকিস আক্তার নামের নারী পেলো আরেকটি ফ্রিজ। গতকাল বুধবার সন্ধ্যায় বিলকিস আক্তারকে তার পাওয়া ফ্রিজটি হস্তান্তর করেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তারা। জানা যায়, মঙ্গলবার বড়স্টেশন এলাকার মিসেস বিলকিস আক্তার ৪৯ হাজার ৯শ’ ৯০টাকায় ২৪৩ লিটারের একটি ফ্রিজ ক্রয় করে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অফার হিসেবে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড কতৃক ক্রেস্ট কার্ড ছিলো। ঐ নারী ক্রেস্ট কার্ড ঘষে সিঙ্গারের ২৭৩ লিটারের আরেকটি ফ্রিজ উপহার পান। গতকাল বুধবার সন্ধ্যায় বিলিক আক্তারকে…
Read More