উকুন দূর করার উপায় ঔষধ

উকুন দূর করার উপায়: প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন । আজকের আলোচনার বিষয়টি হচ্ছে উকুন দূর করার উপায় আশা করি এই পোস্টের মাধ্যমে আপনার উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, তাই মনোযোগ দিয়ে পুরো লেখাটি পড়ুন!
এক নজরে দেখে নিন
উকুন দূর করার উপায়
মাথায় উকুন হওয়া আমাদের দেশে পরিচিত ও বিব্রতকর সমস্যা। এই পরজীবী সাধারণত মানবদেহের তিনটি জায়গায় সংক্রমণ করে, যার মধ্যে মাথায় বা মাথার চুলে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটায়। এ ছাড়া শরীরে এবং পিউবিক হেয়ার বা গুপ্তলোমেও হওয়া বিচিত্র নয়। আবার পুরুষের তুলনায় নারীদের চুলে উকুনের সংক্রমণ বেশি হতে দেখা যায়। যার মধ্যে কিশোরীদের মাথায় বেশি উকুন হয়। শিশুদের ক্ষেত্রে ৩ থেকে ১২ বছর বয়সে উকুন বেশি দেখা যায়।
উকুন দূর করার উপায়
উকুন তাড়ানোর কিছু ঘরোয়া উপায় নিচে আলোচনা করা হলো।
ভিনিগার: ভিনিগারে থাকা অ্যাসেটিক অ্যাসিড উকুনের বিষ। আঙুলে কিছুটা পরিমাণ ভিনিগার নিয়ে মাথার ত্বকে ভাল করে মালিশ করে নিন। ১০ মিনিট পর প্রথমে জল দিয়ে, পরে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। টানা দুই মাস সপ্তাহে তিন দিন এটি ব্যবহার করুন উপকার পাবেন।
অলিভ অয়েল: অলিভ অয়েলের সঙ্গে কুড়ি ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে তুলো দিয়ে মাথার তালুতে লাগান। রাতে মাথায় কিছু একটা জড়িয়ে ঘুমান। সকালে উঠে শ্যাম্পু করে নিন। রোজ না হলেও এক দিন অন্তর এটি করুন। উকুন পালাবে।
লেবুর রস ও রসুন: চার কোয়া রসুন থেঁতো করে নিন। লেবুর রসের সঙ্গে রসুনের রস মিশিয়ে মাথায় লাগান। তোয়ালে জড়িয়ে আধ ঘণ্টা রাখুন। তার পর শ্যাম্পু করে নিন।
পেঁয়াজ: পেঁয়াজে থাকা সালফার উকুনের যম। ছ’টা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে রস করে নিন। মাথায় লাগিয়ে দু’ঘণ্টা মতো রাখুন। তার পর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে বেশ কয়েক বার করতে পারলে উকুন দ্রুত বিদায় নেবে।
আরও পড়ুন: বদনজর থেকে বাঁচার দোয়া
ঘরোয়া চিকিৎসা
- নিয়মিত চিরুনি দিয়ে মাথা ভালোভাবে আঁচড়ানো। প্রতিবার আঁচড়ানোর আগে মাথা ভালোভাবে তেল বা পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে।
- ব্যবহার করা চিরুনি, ব্রাশ গরম পানিতে ৫ থেকে ১০ মিনিট ভিজিয়ে ধুয়ে ফেলতে হবে।
- কাপড়চোপড়, বালিশ, তোয়ালে, বিছানার চাদর গরম পানিতে ধুয়ে রোদে শুকাতে হবে। সম্ভব হলে ইস্তিরি করতে হবে। যেসব কাপড় ধোয়া যাবে না (নন–ওয়াশেবল), তা ড্রাইওয়াশ করা বা প্লাস্টিকের ব্যাগে সিল করে শুষ্ক জায়গায় দুই সপ্তাহের জন্য রেখে দিতে হবে।
- অবশ্যই উকুন নির্মূলের জন্য পরিবারের সবাইকে (একাধিক ব্যক্তি আক্রান্ত হলে) একসঙ্গে চিকিৎসা নেওয়া এবং সঠিক নিয়ম মেনে চলতে হবে।
-
ন্যাপথলিন গুঁড়া করে নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে ৩০ মিনিট থেকে ১ ঘন্টা অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলতে হবে। এভাবে উকুন কমে আসবে।
উকুনের ঔষধের নাম কি
উকুনের ঔষধের নাম কি? এমন প্রশ্নে উত্তরে সবার আগে খেয়াল রাখতে হবে পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত একটি ঔষধের যেটা কোন রকম ক্ষতি না করে মাথায় উকুনের সমস্যা রোধ করবে। নিম্নে উকুন নিধনের ঔষধের গুলো দেওয়া হলো:
- কোন রকম ক্ষতি না করে শুধু ঊকুন নিধন করতে চাইলে Alice Lotion(এলাইস ০.৫% লোশন) ব্যবহার করুন।
আরও পড়ুন: শিশুদের বদনজর থেকে বাচার দোয়া
উকুন মারার শ্যাম্পুর নাম কি
উকুন মারার শ্যাম্পুর নাম কি? এমন প্রশ্নে উত্তরে সবার আগে খেয়াল রাখতে হবে পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত একটি শ্যাম্পুর যেটা কোন রকম ক্ষতি না করে মাথায় উকুনের সমস্যা রোধ করবে। নিম্নে উকুন নিধনের শ্যাম্পুর গুলো দেওয়া হলো:
- English Antilice Shampoo
- Nix (Permethrin)
- Rid (Pyrethrin)
- LiceMD
- Benzyl Alcohol Lotion (Ulesfia
- Ovide (Malathion)
আপনি যদি এ ধরনের তথ্যমূলক পোস্ট জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনার একটি মন্তব্য আমাদের অনেক উৎসাহ দেয়। আশা করি আপনারা আজকের পোস্ট: উকুন দূর করার উপায় পড়ে পুরো বিষয়টি জানতে ও বুঝতে পেরেছেন। ধন্যবাদ আমাদের ওয়েবসাইটি ভিজিট করার জন্য!