ঔষধ

সিমাজিন কোন কাজে ব্যবহার করা হয়

সিমাজিন কোন কাজে ব্যবহার করা হয়: প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন । আজকের আলোচনার বিষয়টি হচ্ছে সিমাজিন কোন কাজে ব্যবহার করা হয় আশা করি এই পোস্টের মাধ্যমে আপনার উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, তাই মনোযোগ দিয়ে পুরো লেখাটি পড়ুন!

সিমাজিন কোন কাজে ব্যবহার করা হয়

সিমাজিন হল একটি হার্বিসাইড অথবা আগাছানাশক। আগাছা নাশ করার জন্য কৃষি কাজে সিমাজিন ব্যবহার করা হয়। সিমাজিন আগাছার সালোকসংশ্লেষ অথবা ফটোসিন্থেসিস বন্ধ করে দেয় ফলে আগাছা মারা যায়।image

‘সিমাজিন’ কোন কাজে ব্যবহার করা হয়

সিমাজিন ৫০ এস সি (এট্রোজিন) অন্তর্বাহী গুণ সম্পন্ন আগাছানাশক। সিমাজিন ৫০ এস সি একটি এট্রাজিন গ্রুপের নির্বাচিত আগাছানাশক, যা পাতা, কান্ড ও শিকড়ের মাধ্যমে আগাছার ভিতরে প্রবেশ করে সালোকসংশ্লেণ প্রক্রিয়া রোধ করে। ইহা ভুট্টার প্রি ও পোষ্ট ইমারজেন্স আগাছা দমনে খুবই কার্যকরী।

আরও পড়ুন: সর্দি থেকে মুক্তির ঘরোয়া উপায়

সিমাজিন ৫০ এস সি (এট্রোজিন): ব্যবহারবিধি

ফসল: ভুট্টা।

আগাছা: মুথা, শ্যামা, দুর্বা, হেলেঞ্চা,শাকনটে।

ব্যবহারবিধি: ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য  ১ ৫০ মি. লি.  একরে ১ লিটার।

ব্যবহারের সুবিধা: সিমাজিন ৫০ এস সি একটি এট্রাজিন গ্রুপের নির্বাচিত আগাছানাশক, যা পাতা, কান্ড ও শিকড়ের মাধ্যমে আগাছার ভিতরে প্রবেশ করে সালোকসংশ্লেণ প্রক্রিয়া রোধ করে। ইহা ভুট্টার প্রি ও পোষ্ট ইমারজেন্স আগাছা দমনে খুবই কার্যকরী। প্রবাহমান গুণ সম্পন্ন হওয়ায় অংকুরোদগমনশীল আগাছার কান্ড ও মূল দ্বারা শোষিত হয়ে সমস্ত আগাছাই ধ্বংস করে। এটি দ্রুত কার্যকরী হওয়ায় ফসলের ক্ষতির পরিমান কমিয়ে দেয়।

আপনি যদি এ ধরনের তথ্যমূলক পোস্ট জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনার একটি মন্তব্য আমাদের অনেক উৎসাহ দেয়। আশা করি আপনারা আজকের পোস্ট: সিমাজিন কোন কাজে ব্যবহার করা হয় পড়ে পুরো বিষয়টি জানতে ও বুঝতে পেরেছেন। ধন্যবাদ আমাদের ওয়েবসাইটি ভিজিট করার জন্য!

Related Articles

Back to top button